মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান বীর মুক্তিযোদ্ধাদের
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জেলা শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লের ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আয়োজনে জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য মো. নুরুল ইসলাম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন উপজেলা কমান্ড কাউন্সিলের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। একটি লাল সবুজের পতাকার জন্য দেশের অসংখ্য মা-বোন ইজ্জত দিয়েছেন। তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় দেখতে চান না দেশের সূর্যসন্তানেরা।
তারা আরও বলেন, আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিস্ট ফিরে আসুন এটা চায়না মুক্তিযোদ্ধারা। আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মুক্তিযোদ্ধা সহ সবার কাছে আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।



