Logo
Logo
×

সারাদেশ

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ এক দিন পেছাল

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ এক দিন পেছাল

রাজশাহীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পূর্বঘোষিত সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র জানায়, আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

এর আগে সমাবেশটি ২৮ জানুয়ারি (বুধবার) হওয়ার কথা ছিল। তবে ওই দিন উড়োজাহাজের টিকিট না পাওয়ায় সমাবেশের তারিখ এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নতুন সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে, যা ঐতিহাসিক মাদরাসা ময়দান নামে পরিচিত, নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।

সমাবেশ সফল করতে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় তারেক রহমানের সমাবেশকে বড় পরিসরে এবং ঐতিহাসিকভাবে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে মিজানুর রহমান মিনু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোনে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি আমাকে জানিয়েছেন। অন্য কোনো জটিলতা নেই। কেবল ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ায় সমাবেশ এক দিন পিছিয়ে ২৯ জানুয়ারি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন