Logo
Logo
×

সারাদেশ

৫০ হাজার ভোটে ধানের শীষকে জিতাবে এলাকাবাসী বিশ্বাস : হাবিব

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

৫০ হাজার ভোটে ধানের শীষকে জিতাবে এলাকাবাসী বিশ্বাস : হাবিব

ছবি : সংগৃহীত

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এলাকাবাসী আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন আমি বিশ্বাস করি ৫০ হাজার ভোটে ধানের শীষ (আমাকে) বিজয়ী করবেন।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানী খিলগাঁও ঢাকা-৯ আসনের নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।  

হাবিব বলেন, আজ আমাকে যদি বলা হয় কয় ভাই কয় বোন আমি এখন বলতে পারি না। আমাকে বলতে হয় আমার হাজার হাজার ভাই, আমার হাজার হাজার বোন, আমার হাজার হাজার অভিভাবক। 

যার এত হাজার হাজার ভাই, যার এত হাজার হাজার বোন, যার এত হাজার হাজার অভিভাবক সে কি নির্বাচনে ব্যর্থ হতে পারে? সে কি পরাজিত হতে পারে? সে কখনোই ব্যর্থ হতে পারে না, পরাজিত হতে পারে না।

এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমার কথায় আপনারা হা বলেছেন তাই নির্বাচনে ৫ শত নয়  ৫০ হাজার ভোটে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করবেন এটা আমার বিশ্বাস।

হাবিব বলেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ যে আদর্শকে ধারণ করে এবং যে প্রতীককে ভালোবাসে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি জাতীয়তাবাদী দলের একজন কর্মী থেকে এখনো নিজেকে কর্মী মনে করি। আজকে দল আপনাদের সামনে ধানের শীষ প্রতীক নিয়ে আমাকে হাজির করেছে।

তিনি বলেন,আমি বিশ্বাস করি আমরা ধানের শীষ থেকে নির্বাচিত হয়ে এই এলাকার মানুষের অভাব-অভিযোগ নিয়ে সবাইকে সাথে নিয়ে এই এলাকাকে গড়ে তুলব ইনশাল্লাহ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া গণতান্ত্রিক আন্দোলনে শহীদ সব নেতাকর্মী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত এবং  শহীদ শরিফ ওসমান হাদিসসহ সকলের আত্মার মাগফেরাত কামনা করে সবার জন্য দোয়া চান তিনি।

হাবিব বলেন,এখানে যারা বসে আছেন এরা বেশিরভাগ মজলুম, বেশিরভাগ কারাগারে ছিল, আমিও কারাগারে ছিলাম। তাই আমরা সকলে বিশ্বাস করি ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ।

হাজী মোহাম্মদ আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে শত শত নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন