Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে জামায়াতে ইসলামী প্রার্থীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৩ পিএম

রূপগঞ্জে জামায়াতে ইসলামী প্রার্থীর নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রোবার (২৫ জানুয়ারি) সকালে দাউদপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকা পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের জামায়াত ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ জেলা জামাতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ উপজেলা উত্তর আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন জামাতের আমির আবু বক্কর সিদ্দিক দুলাল, সেক্রেটারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন আবু তাহের, মাহবুবুর রহমান রাশেদ, শহিদুল হক, রাকিব, বাবুলসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন