Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

Icon

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম

হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা এনসিপির কার্যালয়ে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের হাতে হাত রেখে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়ন ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেন। তাঁদের নেতৃত্বেই পাঁচ শতাধিক নেতা-কর্মী যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে যোগদানকারীদের মধ্যে বিএনপির বর্তমান উপজেলা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা নেই বলে জানা গেছে।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়—এমন সব দলের নেতা-কর্মীদের জন্য এনসিপির দরজা খোলা। তিনি বলেন, ‘প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতা-কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এরই মধ্যে বিচ্ছিন্নভাবে অনেককে দলে নেওয়া হয়েছে। আজ থেকে নিয়মিতভাবে এই যোগদান কার্যক্রম চলবে।’

তিনি আরও বলেন, ‘আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। সবাইকে নিয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলব।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন