Logo
Logo
×

সারাদেশ

জেলা প্রশাসক মো. রায়হান কবির

জনগণের আস্থা ফেরাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

জনগণের আস্থা ফেরাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে রূপগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার  (২৪ জানুয়ারি ২০২৬) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোঃ রায়হান কবির।

নারায়ণগঞ্জ–০১ রূপগঞ্জ  আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা, আচরণবিধি প্রতিপালন ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

উপস্থিত প্রার্থীরা হলেন- মো. আনোয়ার হোসেন মোল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা,মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)ধানের শীষ, 

ওয়াসিম উদ্দিন,গণঅধিকার পরিষদ (জিওপি)ট্রাক,মোহাম্মদ দুলাল স্বতন্ত্র – জাহাজ, মো. ইমদাদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা, মো. মনিরুজ্জামান চন্দন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে,মো. রেহান আফজাল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীরা আমাদের কাছে সমান কোন বড় ধন নাই কোন ছোট দল নাই।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ না করা হয়। জনগণের আস্থা ফেরাতে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই আমাদের মূল লক্ষ্য। ডিসি তার বক্তব্যে ভোটারদের আশ্বস্ত করে বলেছেন তারা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন। ভোটকেন্দ্রে কোনো ধরনের পেশিশক্তির ব্যবহার বা ভোটারদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুত আছে। একই সঙ্গে প্রার্থীদের আচরণবিধি মেনে চলা এবং যেকোনো অনিয়মের তথ্য প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মো. আব্দুল হালিম,রূপগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর এ কে এম রিয়াজুল ইসলাম, নারায়ণগঞ্জ র‍্যাব-১১ লেপ্টনেন কমান্ডার নাইম উল হক, নারায়ণগঞ্জ জেলার আনসার ভিডিপির কমান্ডার কানিজ ফারজানা, নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন প্রমুখ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন