Logo
Logo
×

সারাদেশ

রামুতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

রামুতে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজারে রামুর গর্জনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম ওরফে লেদা পুতু নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে

পুলিশ জানায়, শফিউল আলম নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় সক্রিয় চোরা কারবারি ও ডাকাত শাহীন বাহিনীর প্রধান শাহীন সহযোগী। সে একজন চিহ্নিত ডাকাত। ডাকাতি ও হত্যা সহ নানা অভিযোগে তার বিরুদ্ধে রামু থানায় ১২টির বেশি মামলা রয়েছে।

নিহতের স্ত্রী ইয়ামিন আক্তার বলেন, তার স্বামী লেবু চাষের পাশাপাশি সবজি ব্যবসা করতেন। গভীর রাতে বাড়িতে তিনি খাবার খাচ্ছিলেন। এ সময় তার পূর্ব পরিচিত তিনজন লোক আলাপের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির সামনে পরপর কয়েকটি গুলি করে তার স্বামীকে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া  নিহতের স্বজনদের বরাতে বলেন, ভোররাতে শফিউল আলম ওরফে লেদা পুতু নিজ বাড়িতে অবস্থান করছিল। এক পর্যায়ে তার পূর্বপরিচিত তিনজন ব্যক্তি ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তার মাথায় কয়েকটি গুলি করে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ অবস্থায় শফিউল আলম ওরফে লেদা পুতুর মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, ডাকাতদলের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন