Logo
Logo
×

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি আবু সাঈদের সাহস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি শহীদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

আবু সাঈদের বাড়ির উঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আবু সাঈদসহ সব শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশে তিনি বলেন, যুবকদের কথা দিচ্ছি—আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এই সমাজের চাবি ও নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে শক্তি ও সাহস জোগাব। তোমাদের প্রতি আমাদের সমর্থন ও ভালোবাসা থাকবে।

আগামী নির্বাচনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরও বলেন, তোমরা তৈরি হও। আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন যেন ঘটে। কেউ যেন তোমাদের ভোট নিয়ে হেলাফেলা করতে না পারে—এ জন্য জুলাই যোদ্ধা হয়ে তোমাদেরকে আরেকবার লড়তে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি, আমাদের যুবকরা তা করতে পারবে। যে অঙ্গীকার তারা নিয়েছে, তার কাজ শুরু হয়েছে—এখনো শেষ হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে সড়ক পথে গাইবান্ধার পলাশবাড়ীর উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। সেখানে তিনি একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯–২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন