Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম

সোনারগাঁয়ে দাঁড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতোমধ্যেই ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং সেই মোতাবেক দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দও দেওয়া হয় নির্বাচন কমিশন থেকে।

তবে নাটকীয় ঘটনা ঘটে প্রতীক বরাদ্দের শেষ দিন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ান ড. ইকবাল হোসাইন ভুঁইয়া।

তবে কর্মী সমর্থকদের বাধায় মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার। ফলে প্রার্থীতা টিকে যায় এবং নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এতে সাধারণ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও অস্বস্তিতে পড়েন জামায়াত নেতারা।

কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। এমনকি গত ২২ জানুয়ারি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে সাধারণ কর্মী সমর্থকদেরও প্রচারণা চালাতে নিষেধ করেন তিনি। এতে যারপরনাই ক্ষুব্ধ হন দাঁড়িপাল্লার সমর্থকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেড়েছি নির্বাচন কমিশন থেকে ড. ইকবাল ভুইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা এবং প্রতীক বরাদ্দের পরেও কেন্দ্র থেকে চিঠি দিয়ে ব্যালট পেপারে প্রতীক না রাখার ষড়যন্ত্র হচ্ছে।

আমরা নির্বাচন কমিশনকে বলবো যে-কোনো অবস্থায় যেন ব্যালটে দাঁড়িপাল্লা প্রতীক বহাল থাকে।

এসময় বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ত্যাগী, সৎ, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেন।

পরিবর্তনের পক্ষে সোনারগাঁয়ের মানুষের রায় নিয়ে ছিনিমিনি খেলবেন না। ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি অনুরোধ আপনি, আপনার দেওয়া ওয়াদা বরখেলাপ করবেন না‌।

আগামীর সুন্দর সোনারগাঁয়ে স্বপ্ন দেখিয়ে আপনি আমাদের ছেড়ে যাবেন না। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আপনি সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করুন। আগামী নির্বাচনে আপনার দল না থাকলেও আমরা আপনার পাশে থাকবো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন