Logo
Logo
×

সারাদেশ

দেশের মানুষ পরিবর্তন চায়, দূর্নীতি নয় : তারেক রহমান

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

দেশের মানুষ পরিবর্তন চায়, দূর্নীতি নয় : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নরসিংদীর বাসাইল পৌর শিশুপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বলেন, দেশের মানুষ পরিবর্তন ও সু-শাসন চায়, তারা আর দূর্নীতি দেখতে চায় না। বিগত ১৫ বছরে সরকার খুন, গুম ও লুটপাটে ব্যস্ত থাকায় দেশের রাস্তা, স্কুল-কলেজ, হাসপাতাল এবং কর্মসংস্থানের অবস্থা দারুণ খারাপ হয়েছে।

তিনি দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন, ৭১ সালের অর্জিত স্বাধীনতা এবং ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা ও জনগণের মাধ্যমে স্বাধীনতার রক্ষা। দেশ ও জনগণের কল্যাণের জন্য ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান।

জনসভায় তারেক রহমান বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ — আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশ এগিয়ে যাবে। তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের সহযোগিতা চান।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র তাদের যারা সত্যিকারের দেশপ্রেমিক এবং জনস্বার্থে কাজ করে তাদের হাতে।

জনসভায় কেন্দ্রীয় ও জেলা বিএনপির বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সমাবেশে অংশগ্রহণ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন