Logo
Logo
×

সারাদেশ

বিজয়ী হলে নাটোরকে উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে: দুলু

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম

বিজয়ী হলে নাটোরকে উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠা করা হবে: দুলু

ছবি : সংগৃহীত

‘নতুন নাটোর নতুন আশা’- এই স্লোগানকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার বৃহস্পতিবার সকালে ছাতনী ইউনিয়নের ছাতনী ভাটপাড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

দুলু বলেন, গত ২০ বছর নাটোর ছিল সন্ত্রাসের জনপদ। বিএনপি ক্ষমতায় গেলে তিনি নাটোরকে শান্তি ও উন্নয়নের এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

তিনি বলেন, ২০০১ থেকে পাঁচ বছর তিনি মন্ত্রী ছিলেন। সেই সময় নাটোরের অনেক উন্নয়ন করেছেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার নাটোরের কোনো উন্নয়ন করেনি, শুধু লুটপাট করেছে। নাটোরের মানুষ এবার তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে তিনি তার আগের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। নাটোরের মানুষ এবার তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে তিনি শতভাগ বিশ্বাস রাখেন।

দুলু বলেন, এবার বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। নারী ও কৃষকরা এই কার্ডের মাধ্যমে ৫ বছর সব সুযোগ সুবিধা পাবেন।

দুলু বলেন, এর আগে বিএনপি ক্ষমতায় এসে সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া নারীদের সম্মানিত করে নারী ও শিশু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল। খালেদা জিয়াই নারী শিক্ষা বৃদ্ধির জন্য মেয়েদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা, শিক্ষার বিনিময়ে খাদ্য ও উপবৃত্তিসহ নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন। আগামী দিনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যোগ্য সন্তান নারী ও কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দিয়ে সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন।

বৃহস্পতিবার ১০টি স্থানে সভা সমাবেশে বক্তব্য রাখা ছাড়াও এলাকার মানুষের কাছে ভোটের প্রচার করেন দুলু।

এসব নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা প্রযুক্তি বিষয়ক কমিটির আহ্বায়ক রাসেল আহম্মেদ রনি, শহীদুল্লাহ সোহেল প্রমুখ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন