বৃহত্তর নোয়াখালী সমিতির কার্যক্রম শুরু
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি : সংগৃহীত
তিন বছরের কর্ম পরিকল্পনা হাতে নিয়ে যাত্রা শুরু করল বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকার নতুন কমিটি। সম্প্রতি ঢাকার বনানী ক্লাবের মেহফিল হলে ২০২৫- ২০২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার শুরুতে নতুন পরিষদের আগামী তিন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, অতীতে সংগঠনের কার্যক্রম নিষ্ক্রিয় থাকলেও এবার তারা নব উদ্যমে এগিয়ে যেতে চান। মূল প্রবন্ধে কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর নোয়াখালী সমিতি, ঢাকার (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর) শিক্ষা, সামাজিক কল্যাণ, সংস্কৃতি, ঐতিহ্য এবং যুব ও নেতৃত্ব উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে সদস্যদের ডাটাবেজ ডিজিটালাইজেশন করা হবে, ওয়েবসাইট, ফেসবুক পেজ সক্রিয় করা হবে, শিক্ষাবৃত্তি চালু করা হবে। একই সঙ্গে সংগঠনের নিজস্ব অফিস, প্রকাশনা, ঈদ পুনর্মিলনী করা হবে। পাশাপাশি নোয়াখালী অঞ্চলের ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর কমিটির সদস্যরা তাদের মতামত দেন। আর আসন্ন পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন ও ঈদ পুনর্মিলনী করার সিদ্ধান্তও হয় এ সভায়।
সভা সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফসহ কার্যনির্বাহী পরিষদের ৩৮ জন সদস্য।



