Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশে ঐক্যের অঙ্গীকার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

শেরপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশে ঐক্যের অঙ্গীকার

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিনের দলীয় বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।

শহরের উপজেলা পরিষদের পাশে ভিটিআই মাঠে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় গোটা এলাকা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপি দলীয় প্রার্থী গোলাম মো. সিরাজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। সমাবেশে সভাপতিত্ব করেন যৌথভাবে  উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

সমাবেশকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

সমাবেশে অংশ নেওয়া পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির একাধিক নেতাকর্মী জানান, গত দেড় দশক ধরে শেরপুর উপজেলা ও পৌর বিএনপির মধ্যে সাংগঠনিক বিভক্তি ছিল। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই যৌথ কর্মী সমাবেশের মাধ্যমে সেই বিভক্তির অবসান ঘটেছে এবং দল পুনরায় ঐক্যবদ্ধ হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান, ফজলুর রহমান, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, বগুড়া ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচনী মাঠে কাজ করতে হবে। এ জন্য শেরপুরের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন