নাটোরের সিংড়ায় রেজাউল করিম নামে জিয়া পরিষদের এক সদস্য ও কলেজের সহকারী অধ্যাপককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কলম ইউনিয়নের পালপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম নাটোরের বিল হালতী ত্রিমোহনী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি একই সঙ্গে জিয়া পরিষদের একজন সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খাবার শেষে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন রেজাউল করিম। এ সময় আকস্মিকভাবে একদল দুর্বৃত্ত দ্রুত এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।



