Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দার সেই ইউএনও মাসুদুর রহমানকে বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৩ পিএম

কলমাকান্দার সেই ইউএনও মাসুদুর রহমানকে বদলি

নেত্রকোনার কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেন।

প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজার এলাকায় সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ইউএনও মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং জড়িত এক ব্যক্তিকে আটক করেন। এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে ইউএনও ও চেয়ারম্যানের মধ্যে কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পরদিন স্থানীয় সরকার মন্ত্রণালয় লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে। এর ঠিক একদিন পরই ইউএনও মাসুদুর রহমানের বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে প্রশাসনের একটি অংশ বলছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

সব মিলিয়ে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত ও ইউএনও বদলির ঘটনাকে কেন্দ্র করে কলমাকান্দায় প্রশাসনিক স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং আইনের প্রয়োগ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মাসুদুর রহমান গত বছরের ১৪ ডিসেম্বর কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন