শেরপুরে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ আহত ২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুরে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা–বগুড়া মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশার নারী যাত্রী ও চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত নারী যাত্রীর নাম মোছা. পাপিয়া (৫০)। তিনি শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা এলাকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী। অপর আহত অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে মহিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অটোরিকশাটি পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী ‘অ্যাপোলো’ পরিবহনের একটি নীল রঙের দ্রুতগামী বাস (টাঙ্গাইল-ব-১১-০০৬৬) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রী ও চালক ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি আটকের চেষ্টা চলছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



