Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জের ৬টি আসনের ৪৮জন প্রার্থী মাঝে প্রতীক বিতরণ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

কিশোরগঞ্জের ৬টি আসনের ৪৮জন প্রার্থী মাঝে প্রতীক বিতরণ

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসন থেকে বৈধ ৪৮জন প্রার্থীদের মাঝে প্রতিক বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও তাঁর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ শুরু হয়। নিবন্ধিত রাজনৈতিক দলের নির্ধারিক প্রতিক বিতরণের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে তাঁদের চাহিদা মত প্রতিক বরাদ্দ দেয়া হয়। 

এ সময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলসসহ সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহি কর্মকর্তাগণ প্রতিক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসন থেকে চুড়ান্তভাবে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা নিয়ে গঠিত ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থীসহ আটজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন