বাল্যবিবাহ থেকে বেরিয়ে আসার গল্প শোনালেন কুড়িগ্রামের তরুণীরা
কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বাল্যবিবাহ রোধ ও নারীর ক্ষমতায়নে কাজ করা ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশের কার্যালয়ে দিনব্যাপী এ আয়োজন করে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা জিলুফা সুলতানা বলেন, সরকারি দায়িত্ব পালনের সময় কুড়িগ্রামে কাজ করতে গিয়ে এখানকার মানুষের জীবনবাস্তবতা তিনি কাছ থেকে দেখেছেন। তিনি বলেন, “একবার অষ্টমী চরে গিয়ে বাল্যবিবাহের যে ভয়াবহ চিত্র দেখেছি, তা এখনো মনে গেঁথে আছে। এই ধরনের প্রকল্পগুলো মানুষের জীবন বদলাতে ভূমিকা রাখে।”
সমাপনী আয়োজনে কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, আরডিআরএস বাংলাদেশের কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের সমন্বয়কারী মো. মতিউর রহমান, অলিক রাংসাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার বিভিন্ন উপজেলার প্রকল্পে যুক্ত যুবক-যুবতী ও নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় জানানো হয়, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ সময় ধরে প্রকল্পটি বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অবস্থার পরিবর্তনে কাজ করে আসছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবর্তনের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মিষ্টি নামের এক তরুণী জানান, অষ্টম শ্রেণিতে পড়ার সময় একবার বাল্যবিবাহের শিকার হওয়ার ঝুঁকিতে পড়েছিলেন তিনি। পরে পড়াশোনা চালিয়ে গেলেও দশম শ্রেণিতে পড়ার সময় আবারও একই পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাকে। নানা প্রতিকূলতার মধ্যেও পরামর্শ ও সহায়তায় তিনি ড্রাইভিং প্রশিক্ষণ নেন। বর্তমানে তিনি একজন বৈধ ও দক্ষ চালক হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন। তাঁর আশা, যোগ্যতা অনুযায়ী একটি কাজের সুযোগ পাবেন। মিষ্টির ভাষায়, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়াই তাঁকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে দিয়েছে।
আয়োজকেরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও দৃশ্যমান হবে।



