হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় মামুন নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ফতেয়াবাদ গার্লস হাইস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১নং ওয়াডস্থ রহমতঘোনার মুল্লুক শাহার বাড়ির আবদুর শুক্কুরের ছেলে। আহত মামুন তার মামা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কাজে নন্দীরহাটের দিকে যাওয়ার সময় রিকশার পড়ায় বাইক চালক ব্রেক করলে আরিফ সড়কে পড়ে যান। এসময় পাশ দিয়ে যাওয়া একটি নগরমুখী ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। আহত আরিফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক মামুন বর্তমানে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনাস্থল পরিষ্কারের জন্য সেখানে পানি ঢালা হয়েছে। ঘটনাস্থলে রক্তের চিহ্নও দেখা যায়। পরিষ্কারের সময় পানিতে রক্তের চিহ্ন দেখা যায়, যা থেকে দুর্ঘটনার ভয়াবহতা অনুমান করা যায়।
রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



