শব্দদূষণ নিয়ন্ত্রণে বগুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা ৫ হাজার টাকা
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের চলমান প্রকল্পের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বনানী এলাকায় এই অভিযান চালানো হয়।
মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন। প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাহমুদল হাসান। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশ।
অভিযানে মানমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টির অভিযোগে তিনটি যানবাহনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তা ধ্বংস করা হয়। এ সময় কয়েকজন চালককে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
এছাড়া শব্দদূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে চালক ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন পরিবহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে।



