Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ’হ্যাঁ’ ভোট প্রচারকালে জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির হামলা

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

বগুড়ায় ’হ্যাঁ’ ভোট প্রচারকালে জামায়াত নেতাকর্মীদের উপর বিএনপির হামলা

ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর সময় বিএনপি নেতা-কর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার বিকেল পাঁচটার দিকে ধুনট উপজেলার এলেঙ্গী বাজারে এ হামলার ঘটনা ঘটে।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, এলেঙ্গী বাজারে জামায়াতের নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপি নেতা আতাউর রহমান পলাশের নেতৃত্বে এলেঙ্গী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে এসে প্রচারণা বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।

হামলায় আহত হন জামায়াত নেতা-কর্মী জিয়াউর রহমান ঠান্ডু (৪৫), আইয়ুব আলী (৪৯), মাসুদ রানা (৪০), আবু বক্কর (৪৫) ও সামিউল ইসলাম ছনেট (৩২)। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শনিবার রাতেই জিয়াউর রহমান ঠান্ডু, আইয়ুব আলী, মাসুদ রানা ও আবু বক্করকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অর্ধশতাধিক বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন