Logo
Logo
×

সারাদেশ

সাবেক মেয়র নাছিরসহ ৩২৯ জনকে চট্টগ্রাম নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

সাবেক মেয়র নাছিরসহ ৩২৯ জনকে চট্টগ্রাম নগরীতে প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়রসহ ৩২৯ জনকে নগরীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নগরীতে অবস্থান ও প্রবেশ করা যাবে না মর্মে নির্দেশনা জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থানরত বিভিন্ন দুষ্কৃতিকারীদের মহানগরী এলাকা থেকে বহিষ্কার এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরী এলাকায় প্রবেশ এবং অবস্থান নিষিদ্ধ করা হল। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালিকায় রয়েছেন- চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক নুরুল আজিম রনি, চসিকের দায়িত্ব পালনকারী প্রায় অর্ধশত সাবেক কাউন্সিলর, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্না। 

গত ১১ নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারের নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। ওইদিন নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ কমিশনার বলেন, শর্টগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে। এজন্য সব দায় নিজে বহন করবেন বলে সহকর্মীদের উদ্দেশ্যে বলেন তিনি।

এর আগে, গত বছরের ১৩ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারীদের দেখামাত্র গুলি করার মৌখিক নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বন্দর থানার এক এসআই গুরুতর আহত হওয়ার পর তিনি ওয়্যারলেসে এ নির্দেশ দেন। পরে এ বার্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে কমিশনারকে বলতে শোনা যায়, শুধু রাবার বুলেট দিয়ে কাজ হচ্ছে না, অস্ত্র বের করা মাত্র গুলি করতে হবে। পুলিশের কোনো টহল দলের সামনে কেউ ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র বের করলে সঙ্গে সঙ্গে গুলি চালাতে হবে। এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন