বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক
বগুড়া অফিস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৭ পিএম
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একটি কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. রাজিব, আবু হুরায়রা ও সুলতান মাহমুদ। তারা শিবগঞ্জ এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য।
সেনাবাহিনী জানায়, শিবগঞ্জ এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চলমান নজরদারির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত মোকামতলা এলাকায় অভিযান পরিচালনা করে শিবগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল।
ক্যাপ্টেন সাকলাইন তুষার ও লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে কুড়াল, ছুরি ও রামদা রয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
লেফটেন্যান্ট ফাতিন মুসতাহসিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা অস্ত্র আইনি প্রক্রিয়ায় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



