Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে ৮ শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

সোনারগাঁয়ে ৮ শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে রাস্তার সিংলাবো ব্রিজ এলাকায় ৮ শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

তারা হলেন- শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস (২২), জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭), ও আব্দুল্লাহ (২১)। 

পুলিশ আহত শ্রমিকদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। পরে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমানের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের ৮ শ্রমিক ছুটির দিন থাকায় তারা সোনারগাঁ পেরাব এলাকায় পিকনিকে ঘুরতে আসেন। পরে সন্ধ্যার পর এশিয়ান হাইওয়ের সিংরাব এলাকায় দিয়ে ফিরে যাওয়ার সময় এলাকাবাসী ৮ জন শ্রমিককে ডাকাত সন্দেহে আটক করে মারধর করে। এ সময় তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে জনরোষে পড়ে। জনগণের হাত থেকে বহু প্রচেষ্টায় আহত ৮ জন শ্রমিককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাস্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, ৮ জনই তারা আমাদের কারখানার শ্রমিক। তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত না।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মারধরের শিকার ৮ জন শ্রমিকের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়েছে। তারা নিরাপরাধ হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করে কোম্পানির ম্যানেজারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন