রূপগঞ্জের বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে মুড়াপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. সজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী এবং সাধারণ মানুষের ভরসার প্রতীক। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ ও জনসেবার শিক্ষা আমাদের মাঝে রয়ে গেছে।
আলোচনা শেষে স্থানীয় মসজিদের ইমামের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমার পরকালীন মুক্তি এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি এবং রূপগঞ্জের মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বিশেষ উপস্থিত ছিলেন- মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মজিবর রহমান মেম্বার, মুড়াপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক আমীর হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ২ নম্বর যুবদলের সভাপতি ফারুক হোসেন খোকন, ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মানিক, শরিফ, রমজান,আতাউর, জহিরুলসহ দলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।



