Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে হাফেজদের রাজকীয় পাগড়ি প্রদান

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

রূপগঞ্জে হাফেজদের রাজকীয় পাগড়ি প্রদান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মারকাযুর নূর তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের হৃদয়ে কুরআন, মাথায় সম্মানের তাজ হাফেজের রাজকীয় দস্তারবন্দী (পাগড়ি প্রদান) সম্মেলন সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচড়া এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র কুরআন মুখস্থ সম্পন্ন করা মাদ্রাসাটির দুই কৃতী শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা ও পাগড়ি প্রদান করা হয়। 

পাগড়িপ্রাপ্ত কৃতি ছাত্ররা হলেন- হাফেজ মোহাম্মদ ওমর ফারুক (৭) ১৫ মাসে এবং হাফেজ কাউসার আহমেদ (৭) সাত মাসে। তাদের এই সাফল্যে পরিবার ও মাদ্রাসার শিক্ষকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মাহমুদুল হাসান।

অতিথিরা বক্তব্যে বলেন, কোরআনের হাফেজরা সমাজের আলোকিত নক্ষত্র। তারা কেবল নিজেদের জন্য নয়, বরং তাদের পরিবার ও সমাজের জন্য রহমতস্বরূপ। এই মাদ্রাসা থেকে দুজন হাফেজ বের হওয়া মানেই দ্বীনি শিক্ষার আলোর বিস্তার ঘটা।

মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক ফরিদী বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ দিন ধরে মানসম্মত কোরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে কাজ করে যাচ্ছে। আগামীতে এ ধারা আরও বেগবান করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন, মারকাযুর নূর তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, হিফজ বিভাগের প্রধান মাওলানা উসমান গনি হাতেমী, 

সম্মেলন শেষে ছাত্র দুটির উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত এলাকাবাসী মাদ্রাসার এমন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন