Logo
Logo
×

সারাদেশ

‘ডন ৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের শর্ত!

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

‘ডন ৩’-এ ফেরা নিয়ে শাহরুখ খানের শর্ত!

ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। আইকনিক এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাঝে দীর্ঘদিন বিরতির পর এবার এর তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন পরিচালক ফারহান আখতার। ইতোমধ্যে ছবিটি নিয়ে ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ডন ৩’-এ শাহরুখের বদলে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়। 

অবশ্য বিষয়টি অধিকাংশ ভক্তই ভালভাবে নেয়নি। দর্শক আইকনিক এই চরিত্রটিতে কিং খানকেই দেখতে চায়। এছাড়া ছবির নায়িকা ও খলনায়ক হিসেবে কারা থাকছেন সেটাও এখনো চূড়ান্ত হয়নি। এতকিছুর মাঝে নতুন করে গুঞ্জন, ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ। 

মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ডন ৩ থেকে সরে যেতে পারেন রণবীর সিং। এর মধ্যেই শাহরুখের ফেরার গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ছবিতে ফিরতে আগ্রহী হলেও একটি শর্ত রেখেছেন। সেটা হল, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত হন, তবেই নাকি শাহরুখ এই ছবিতে কাজ করতে রাজি আছেন। তবে বিষয়টি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। 

এদিকে ছবির নারীপ্রধান চরিত্রে শুরুতে কিয়ারা আদভানির অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে সে সরে দাঁড়ানোয় এবার চরিত্রটিতে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে বলে জানা গেছে। আর খলনায়ক চরিত্রেও কে বা কারা থাকবেন সেটাও এখনো অনিশ্চিত। তবে বর্তমানে দর্শকের সবচেয়ে বেশি কৌতূহল শাহরুখ খানকে নিয়েই। শেষ পর্যন্ত এ সিনেমায় তিনি ফিরবেন কিনা সেসব নিয়েই এখন দর্শকমহলে যত কৌতূহল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন