নরসিংদীতে প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি ) সকালে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিনত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা যানায়, সকাল ১১টার দিকে ঢাকা মেট্রো- গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংস স্তুপে পরিনত হয়ে যায় প্রাইভেটকারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পরে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধরনা করা হচ্ছে মেয়াদ উত্তির্ন সিলন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রকৃয়া চলমান।



