Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে আমান গ্রুপের কম্বল বিতরণ

ছবি : সংগৃহীত

'হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি'- এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় আমান ইকোনোমিক জোন এ ৫ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল, আমান ইকোনোমিক জোনের মহা ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সুমন, উপ-মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান, আমান প্যাকেজিং লিমিটেডের উপ- মহা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। 

আমান ইকোনোমিক জোনের উপ-মহা ব্যবস্থাপক নাদিরুজ্জামান বলেন, আমান ইকোনমিক জোন ব্যবসায়ের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সর্বদা জড়িত। প্রতি বছর বৃক্ষরোপণ, অসহায় ও দূস্থদের মাঝে ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও শীত বস্ত্র বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মধ্যে ৫ শতাধিক হতদারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন