Logo
Logo
×

সারাদেশ

অটোভ্যান চালককে বেঁধে গাড়ি ছিনতাই

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

অটোভ্যান চালককে বেঁধে গাড়ি ছিনতাই

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে ভোর রাতে গাছ কেটে রাস্তা অবরোধ করে একটি অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে ভবানীপুর এলাকার তেঁতুলতলা নামক স্থানে এই ভয়ংকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী অটোভ্যান চালক হলেন- উপজেলার ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের মৃত তফের আলীর ছেলে মো. দুলাল হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে দুলাল হোসেন ভবানীপুর রাস্তায় পৌঁছালে একদল ডাকাত আগে থেকেই গাছের গুড়ি ফেলে তার পথরোধ করে। এরপর তাকে জোরপূর্বক অটোভ্যান থেকে নামিয়ে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।

ঢেপুয়া গ্রামের বাসিন্দা মুকুল হোসেন জানান, দুলাল হোসেন কৌশলে গড়াগড়ি দিয়ে তাদের বাড়ির পাশে এসে চিৎকার শুরু করেন। তখন স্থানীয় লোকজন ছুটে গিয়ে তার হাত-পায়ের বাঁধন খুলে দেন।

এলাকাবাসী জানান, ভবানীপুর সড়কে বিশেষ করে তেঁতুলতলা এলাকায় ভোর ও গভীর রাতে গাছ ফেলে পথরোধ করে ডাকাতির ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এ ধরনের অপরাধ ঘটেছে। তারা বলেন, এটি অত্যন্ত উদ্বেগজনক ও ভয়ংকর ঘটনা। এই রাস্তায় নিয়মিত চলাচলকারী শ্রমজীবী মানুষ ও চালকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনের বাড়তি নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী বলেন, ভবানীপুর ও বিশালপুর এলাকায় আমাদের চারটি ইউনিট নিয়মিত কাজ করছে। ওই এলাকার নিরাপত্তা জোরদারে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য আবেদন করা হয়েছে। অচিরেই সেখানে সৌরবিদ্যুৎ বসানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন