লুটপাটের সময় আটক ২ ডাকাত, পুলিশে দিল জনতা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ডাকাতদল একটি সিএনজিচালিত দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুই ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে।



