Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে জামায়াতের গোলটেবিল বৈঠক

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম

রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে জামায়াতের গোলটেবিল বৈঠক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরিতে জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার দাউদপুর এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ সদর ইউনিয়নের আমির মাওলানা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও উত্তর থানা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,- জামাতের নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মোল্লা বলেন, এ গণভোটকে ঘিরে নানা ধরনের নেগেটিভ ধারণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা অত্যন্ত সক্রিয়ভাবে বিদ্যমান। কেননা, ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে বিদায় দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি। 

তিনি আরও বলেন, তাদের লুটপাটের অঢেল টাকা আছে। দেশি ও বিদেশি স্বার্থবাদী শক্তি তাদেরকে মদত দিয়ে যাচ্ছে। সেই পরাজিত শক্তি বাংলাদেশের মানুষের স্থায়ী মুক্তির এই সনদ যাতে বাস্তবায়িত না হয়, সেজন্য যতরকম ষড়যন্ত্র করার তারা করছে।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াত আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ সদর ইউনিয়নের আমির মাওলানা আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি আবু তাহের, উত্তর আমির আব্দুল মজিদ, সেক্রেটারি খাইরুল ইসলাম ওয়াসিম, জসিম, মিরাজ ও ওসমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন