দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলনে রাবি উপাচার্যের অংশগ্রহণ
রাবি প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় 'উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬' বিষয়ক আঞ্চলিক সম্মেলনে অংশগ্রহণ করছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে সম্মেলনটি শুরু হয়েছে। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
‘State of Higher Education and Future Pathway’ শীর্ষক এই তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে তিনি ‘State of Higher Education in South Asia: Governance, Quality and Inclusiveness’ শীর্ষক প্রথম সেশনে সভাপতিত্ব করেন।
ওই সেশনে বক্তৃতা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সায়মা হক বিদিশা, পাকিস্তান হায়ার এডুকেশন কমিশনের নির্বাহী পরিচালক প্রফেসর জিয়াউল হক এবং শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ভাইস চেয়ারম্যান সিনিয়র প্রফেসর কে. এল. ওয়াসান্থা কুমারা।
এছাড়া আলোচনায় অংশ নেন বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ডেনিস নিকোলায়েভ, মালদ্বীপ কোয়ালিফিকেশনস অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়াম ফিজানা রাশীদ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস. এম. কবীর। সেশনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার উচ্চশিক্ষা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস. এম. এ. ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন হায়ার
এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এই সম্মেলনের আয়োজন করেছে। এতে বিশ্ব ব্যাংক, যুক্তরাজ্য, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারক, উচ্চশিক্ষা বিশেষজ্ঞ, পরিকল্পনাবিদ এবং সংশ্লিষ্ট গবেষকরা অংশগ্রহণ করছেন।



