বগুড়ায় দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই হাজার পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ খাশিরুল ইসলাম (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খাশিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার উত্তর বালিয়াডাঙ্গি গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে খাশিরুল ইসলামের কাছ থেকে কমলা রঙের দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন, উদ্ধার করা ইয়াবাগুলো অ্যাম্ফিটামিনযুক্ত। এ ঘটনায় শাজাহানপুর থানায় তাঁর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করা হয়েছে।



