Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

সোনারগাঁয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

তারা আরও বলেন, গণভোট একটি সরাসরি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পান। এ কারণে গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে সকল ভোটারের পরিষ্কার ধারণা থাকা জরুরি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসমীন, শাহিনা ইসলাম চৌধুরী, থানার ওসি মুহিববুল্লাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন