Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় ঋন পরিশোধ হলেও

আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

আমানতের চেক ফেরৎ না দিয়ে প্রতারনা অতঃপর লিগ্যাল নোটিশ

ছবি : সংগৃহীত

খুলনার পাইকগাছায় নিবন্ধন ছাড়ায় সমিতি তৈরি করে চলছে চড়া সুদের রমরমা ব্যবসা।আমানতের নামে ব্যাংক চেক ও স্টাম্পের অপব্যবহার চলছে অহরহ। অনেকেই টাকা পরিশোধ করেও ফিরে পাচ্ছেনা চেক ও স্টাম্প।প্রতারনার আশ্রয় নিয়ে অধিক লাভের আশায় অন্য জনের মাধ্যমে করা হচ্ছে হয়রানি মুলক আদালতে মামলা। এমনি এক ঘটনা ঘটেছে পাইকগাছার মেলেক পুরাইকাটী সাধু পাড়ায়।

অনুসন্ধানে জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমিরণ সাধুর ক্ষমতার দাপটে তার ভাই কৃষ্ণ পদ সাধুসহ কয়েকজন মিলে "বোয়ালিয়া ব্যবসায়ী সমিতি" নামে একটি প্রতিষ্ঠান খোলেন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি নিজে।এই সমিতি থেকে একই এলাকার প্রভাষ পাল জামানতের জন্য নিজ নামীয় ইসলামী ব্যাংকের MSU 6450252 নং অলিখিত চেক প্রদান করে ঋণ গ্রহণ করেন। সময়মত কিস্তির টাকা পরিশোধ করেন। কিন্তু চেক ফেরৎ দিতে তালবাহানা করতে থাকে সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ সাধু। প্রায় দেড় মাস আগে চেকের জন্য কৃষ্ণ সাধুর দোকানে গেলে প্রভাষের সাথে কথা কাটাকাটি হয়। একারনে কৃষ্ণ সাধু চেকটি বান্দীকাটী গ্রামের ইট ভাটা শ্রমিক ও টলি চালক মোসলেম সরদারের নিকট দেন। মোসলেম সরদার চেকে ৩ লাখ টাকা লিখে ডিজঅনার করিয়ে টাকা আদায়ের জন্য লিগাল নোটিশ প্রদান করেন।

প্রভাষ পাল জানান, আমি বোয়ালিয়া ব্যবসায়ী সমিতি থেকে ঋণ গ্রহণ করি। কিস্তিতে সুদসহ সমুদয় টাকা পরিশোধ করলেও আমার জামানতের চেকটি ফেরৎ দেননি। চেক ফেরত চাওয়াকে কেন্দ্র করে সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ সাধুর সাথে তার দোকানে কথা কাটাকাটি হয়। এর কিছুদিন পরেই আমার কাছে মোসলেম সরদারের পক্ষে একটা লিগাল নোটিশ আসে। আমি এই মোসলেম সরদারকে চিনিনা। তার সাথে কখনো আমার লেনদেন হয়নি। পরে আমি চেকের মুড়ি বই মিলিয়ে দেখি কৃষ্ণ সাধুর নিকট দেয়া চেকটি দিয়ে আমাকে হয়রানি করার জন্য মোসলেমকে দিয়ে লিগাল নোটিশ পাঠানো হয়েছে।

কৃষ্ণ সাধু জানান, আমাদের সমিতি থেকে প্রভাষ পাল লোন নিয়েছিলো এবং সব টাকা শোধ করেও দিয়েছে। তার চেকটি ফেরৎ দিয়েছি।

মোসলেম সরদার জানান, আমি সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ সাধুর নিকট ৩ লক্ষ টাকা পেতাম। কৃষ্ণ সাধু আমাকে দেড় লক্ষ টাকা দেন ও ইসলামী ব্যাংকের MSU 6450252 নং চেক প্রদান করেন। আমি টাকা আদায়ের জন্য প্রভাষের নামে লিগাল নোটিশ পাঠিয়েছি। অচিরেই মামলা করবো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন