Logo
Logo
×

সারাদেশ

সেনা অভিযানের সময় চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যু

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

সেনা অভিযানের সময় চুয়াডাঙ্গায় বিএনপি নেতা ডাবলুর মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সোমবার রাতে সেনাবাহিনীর অভিযানের সময় শামসুজ্জামান ডাবলু (৫২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ডাবলু জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা নির্যাতনের অভিযোগ তুললেও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযানের সময় আতঙ্কে হার্টঅ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে ঘিরে সোমবার রাত থেকেই জীবননগর পৌর শহরে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে।

মঙ্গলবার সকাল পর্যন্ত ডাবলুর মরদেহ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে। গত রাত থেকেই হাসপাতালের সামনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ভাষ্য অনুযায়ী, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নিরাপত্তা বাহিনী জীবননগর উপজেলা শহরে ঝটিকা অভিযান চালায়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে তাকে আটক করা হয়। আটকের প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যুর খবর আসে।

খবর পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রাতেই সড়কে নেমে আসেন এবং চুয়াডাঙ্গা–জীবননগর প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

রাত ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু হাসপাতালে পৌঁছে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি হাসপাতালের ভেতরে গিয়ে পরিস্থিতি জানার চেষ্টা করেন এবং রাত ৩টার দিকে বাইরে এসে আবারও সবাইকে শান্ত করার আহ্বান জানান।

আজ সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে রাখেন বিএনপি নেতা-কর্মীরা। এতে ওই সড়কে যান চলাচল ধীরগতিতে ও থেমে থেমে চলছে।

ডাবলুর ভাই ও জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল গণমাধ্যমকে বলেন, তাঁর ভাই নিরপরাধ ছিলেন এবং যেভাবে তাঁর ওপর নির্যাতন করা হয়েছে, তা অমানবিক। তাঁর দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং হত্যাকাণ্ড। উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমনও অভিযোগ করেন, এর আগেও ডাবলুর পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালানো হয়েছে।

এদিকে জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি জানান, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। অপরদিকে হাসপাতাল গেটে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ডাবলুর মৃত্যু নির্যাতনের কারণে নয়; অভিযানের সময় ভয়ে হার্টঅ্যাটাক করে তাঁর মৃত্যু হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন