প্রতিটি ঘরে গণভোটের লিফলেট পৌঁছে দেওয়া হবে : চট্টগ্রামের ডিসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আগামীকাল থেকে সাতকানিয়া থেকে নতুন একটি কর্মসূচি শুরু করা হবে। চট্টগ্রামের প্রতিটি উপজেলা ও প্রতিটি ঘরে ঘরে গণভোট সংক্রান্ত লিফলেট পৌঁছে দেওয়া হবে।
সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত দেশের বৃহত্তম ফুল উৎসবে গণভোটের প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমানে সুপার ক্যারাভান ও ছোট ক্যারাভান রয়েছে। এর পাশাপাশি আরও একটি নতুন ক্যারাভান সংযোজনের চেষ্টা চলছে, যাতে গণভোট নিয়ে জনগণের মধ্যে কোনো ধরনের সংশয় না থাকে। মানুষ যেন আর কোনো তথ্য জানার জন্য আকুতি অনুভব না করে—সে লক্ষ্যে সব তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে, ইনশাআল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন, গণভোটকে কেন্দ্র করে প্রতিটি সরকারি অফিসের সামনে বড় বড় ব্যানার ও বিপুল পরিমাণ ফেস্টুন টাঙানো হয়েছে। প্রতিটি ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. মাহমুদুল হোসাইন খান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এর আগে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সুপার ক্যারাভান, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।



