হাটহাজারীতে মাহবুব আলম হত্যাকান্ডের ঘটনায় আটক ৫
হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি :
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মাহবুল আলম নামে এক হাইস চালকে হত্যার ঘটনায় নামের ৫ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মো.সোহেল প্রকাশ শাহজাহান (২৮), আব্দুল মান্নান (৪২), মো.সোহেল (২৮), মো.নাছির উদ্দিন প্রকাশ মিন্টু (৩৬), মো.জাহেদ (২৮)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী পৌরসভার ৩নং ওয়াডস্থ আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ীর মৃত আবদুল নবীর পুত্র ভিকটিম মাহবুব আলম পেশায় একজন হাইস চালক ছিলেন। ঘটনারদিন ভোর রাতের দিকে ৩/৪ জন দুর্বৃত্ত উল্লেখিত কলাবাগান এলাকার গিয়ে মাহবুল আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তার আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে গুরুতর আহত মাহবুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় নিহতের বড় ভাই মো.রহিম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬। ঘটনার পর পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত পৌরসভা ১ নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর মুন্সী ফকির বাড়ির জাফর উল্লাহের পুত্র মো.সোহেল প্রকাশ শাহজাহান, ২নং ওয়ার্ডের ভোলা গাজীর বাড়ির সিরাজুল হকের পুত্র আব্দুল মান্নান, একই ওয়ার্ডের আজিম উদ্দিনের পুত্র মো.সোহেল, ৩ নং ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর তজু মিয়া ড্রাইভারের বাড়ির মৃত এজাহার মিয়ার পুত্র মো.নাছির উদ্দিন প্রকাশ মিন্টু, একই ওয়ার্ডের কবির আহাম্মদের পুত্র মো.জাহেদকে আটক করে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ জানান, আটককৃতদের সোমবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।



