বগুড়ায় পিক-আপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি :
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার দুপচাচিয়ায় পিক-আপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।
নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।
দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পারভেজ হোসেন মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পিছন থেকে একটি পিক-আপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে। অজ্ঞাত পিক-আপ ভ্যানটি সনাক্ত করার কাজ চলছে।



