Logo
Logo
×

সারাদেশ

হাদি হত্যার বিচার চাইলেন বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

হাদি হত্যার বিচার চাইলেন বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ‘শহীদ’ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের (উচ্চ মাধ্যমিক শাখা) সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানে জুলাই আন্দোলনের স্মৃতি ও ত্যাগের কথা তুলে ধরেন। তাঁরা দাবি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগেই হাদি হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে এসে শেষ হয়। এ সময় আধিপত্যবাদবিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী জাহিদ আল কারিম বলেন, 'শরিফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের নায়ক। তাঁর আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। নির্বাচনের আগেই এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই।'

তিনি আরও বলেন, 'শহীদ ওসমান হাদীর অসমাপ্ত লড়াই আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো অন্যায় আপস হতে পারে না।'

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন