অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে বাড়তে থাকা সহিংসতা, অস্ত্র উদ্ধার না হওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনের সময় পরিস্থিতি আরও ভালো হবে।
সোমবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি তাঁতিপাড়া মহল্লায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা এসব বিষয়ে খুবই উদ্বিগ্ন। সরকারের ব্যর্থতা স্পষ্ট—তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি। আইনশৃঙ্খলার তেমন কোনো উন্নতি এখনও দেখা যায়নি। তবে নির্বাচন চলাকালীন সময়ে আশা করি পরিস্থিতি উন্নত হবে।
বড় দলগুলোর প্রতিযোগিতা প্রসঙ্গে ফখরুল বলেন, বড় দুটি দল বলতে সাধারণত আওয়ামী লীগ ও বিএনপিকে বোঝানো হয়। বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় ব্যবস্থার থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর, প্রেস ও বিচার বিভাগের স্বাধীনতা—এসবই বিএনপির অর্জন।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যে সংস্কার কমিশনের প্রস্তাবিত সব সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত। নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালো মনে হচ্ছে। প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে।
ফ্যাসিবাদের আশঙ্কা নিয়ে তিনি বলেন, যারা বিদেশে বসে বড় কথা বলেন, তারাই এসব আশঙ্কা করেন। আমরা ফ্যাসিবাদ মোকাবিলা করতে জানি।
তিস্তা ও পদ্মাসহ অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে তিনি জানান, ভারতের সঙ্গে আলোচনা করে ন্যায্য হিস্যা আদায় করা হবে, পারস্পরিক সম্মান বজায় রেখে কূটনৈতিকভাবে দাবি আদায় করা হবে।
ক্রিকেট সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।
তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি নিশ্চিত করেছেন, তারেক রহমান অবশ্যই উত্তরাঞ্চলে আসবেন। বগুড়া তাঁর পিতৃভূমি, দিনাজপুর নানার বাড়ি। রংপুরে শহীদ আবু সাঈদের কবরসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত করবেন।



