Logo
Logo
×

সারাদেশ

কয়লাবোঝাই ট্রাকের চাপে হোসেনপুরে বেইলি ব্রিজ দেবে, দুর্ভোগে চরবাসী

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি ও হোসেনপুর সংবাদদাতা

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

কয়লাবোঝাই ট্রাকের চাপে হোসেনপুরে বেইলি ব্রিজ দেবে, দুর্ভোগে চরবাসী

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের একটি শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র সংযোগ হওয়ায় ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সরেজমিনে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইটখোলার উদ্দেশ্যে কয়লাবোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় বিকট শব্দে এর এক পাশ দেবে যায়। এতে পাটাতনগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে চালক দ্রুত ব্রেক করে ট্রাকটি পেছনে ফিরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে শনিবার (১০ জানুয়ারি) ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। উপজেলা প্রকৌশলীর পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ব্রিজের দুই প্রান্তে লাল ফিতা ও বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. কাজল মিয়া জানান, ব্রিজটির অল্প দূরেই ভালুকা–হোসেনপুর মহাসড়ক থাকলেও স্থানীয়দের বাধা উপেক্ষা করে কয়লাবোঝাই ট্রাকটি এই সড়ক ব্যবহার করার চেষ্টা করে। পারাপারের সময় ব্রিজের পাটাতনের রেলিং ভেঙে যায়। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চরবিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, ব্রিজটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চর ও হোসেনপুর এলাকার বাসিন্দাদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাজারে যেতে এখন বিকল্প পথে অনেকটা ঘুরে যেতে হচ্ছে, এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।

এ বিষয়ে এলজিইডি হোসেনপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন