নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি বেগম খালেদা জিয়া : খোকন
নরসিংদী প্রতিনিধি :
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:০২ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাকে বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেওয়া হয়েছিল। ইচ্ছা করলে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু তিনি দেশ ছাড়েননি।
রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দাসপাড়া নার্সারির মাঠে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আর কোনো স্বৈরাচার সরকার দেশে দেখতে চাই না। দেশের মানুষ শান্তি চায়। আর একমাত্র বিএনপি সরকার ক্ষমতায় গেলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।
অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা।
এছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়া, জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



