বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে
শুকতারা যুব সংসদের দলবদল সম্পন্ন ও নতুন জার্সি উন্মোচন
নারায়ণগঞ্জ, প্রতিনিধি :
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) সামনে রেখে দলবদল কার্যক্রম সম্পন্ন করেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ক্লাব শুকতারা যুব সংসদ।
রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ক্লাব প্রাঙ্গণে খেলোয়াড় নিবন্ধন ও জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের নতুন জার্সি উন্মোচন করেন শিক্ষানুরাগী ও শুকতারা যুব সংসদের সাবেক সাধারণ সম্পাদক কাশেম জামাল। তিনি বলেন, শুকতারা যুব সংসদের খেলোয়াড়রা নিয়মিত ঢাকার মাঠে সাফল্যের সঙ্গে খেলছে। প্রতিভাবান খেলোয়াড় তৈরীর কারণে শুকতারা আজ সারাদেশে পরিচিত। এটি আমাদের সবার ক্লাব। আমরা ভালোবেসে ও দায়িত্ববোধ নিয়ে শুকতারার জন্য কাজ করব। তিনি আরও বলেন, চলতি মাসের ১৪ তারিখে ঢাকার রেডিসনে বিশ^কাপ ফুটবলের আসল ট্রফি প্রদর্শিত হবে। সেসময় শুকতারার প্রতিনিধি হিসেবেই ট্রফিটা ছুয়ে আনন্দ উপভোগ করবেন তিনি। সেই আনন্দ শুকতারা সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে ছড়িয়ে দেবেন।
গত বছরের ৯ ডিসেম্বর শুকতারা যুব সংসদকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) খেলার লাইসেন্স প্রদান করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০০৯ সালে বাফুফে আয়োজিত বাংলাদেশ ক্লাব কাপ জিতে ২০০৯-১০ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিল ক্লাবটি।
দলবদল প্রসঙ্গে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হক তালুকদার বলেন, শুকতারা সব সময় তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়ে এসেছে। এবারও নিজস্ব খেলোয়াড়দের পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড়দের দলে অর্ন্তভুক্ত করা হয়েছে। আমরা আশা করছি একটি সুন্দর দল গঠন করে পেশাদার লিগে ভালো খেলা উপহার দিতে পারবো। তিনি বলেন,শুকতারার চারটি ফুটবল দল নিয়মিত নারায়ণগঞ্জ জেলার লিগে অংশগ্রহণ করে আসছে। শুকতারা অনেক খেলোয়াড় জাতীয় দলসহ রাজধানীর বড় ক্লাবগুলোতে খেলেছে।
অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক খেলোয়াড় স¤্রাট হোসেন এমিলি, গোলাম গাউস, রেজাউল করিম লিটন এবং বিকেএসপির সাবেক খেলোয়াড় মাহমুদুল হক শাহীনসহ ঢাকার বিভিন্ন ক্লাবে খেলা শুকতারার সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা।
সাবেক জাতীয় দলের খেলোয়াড় স¤্রাট হোসেন এমিলি বলেন, আমি নিজেও শুকতারা ক্লাবে অনেকবার খেলেছি। প্রতিভাবান ফুটবলার তৈরিতে এই ক্লাবের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিএসএল লিগে শুকতারার অংশ গ্রহণ নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের।
সাবেক জাতীয় দলের খেলোয়াড় ও বাফুফে নির্বাহী কমিটির সদস্য গোলাম গাউস বলেন, শুকতারার অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলেছে। নতুন দলবদলের মাধ্যমে একটি শক্তিশালী দল গড়ে উঠবে বলে আশা করছি।
এদিন বিকেলে ওসমানী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ও ১৮ বছর বয়সী ফুটবলারদের জন্য উন্মুক্ত ট্রায়াল অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাইকৃত সাতজন উদীয়মান খেলোয়াড়কে মূল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্লাবের কর্মকর্তারা মেহেবুবুল হক বলেন, নবীন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক দল গঠন করা হয়েছে। বিসিএল লিগে একটি শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি আশাবাদী।
নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন স্বপন বলেন, জেলার ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শুকতারা যুব সংসদের ভূমিকা প্রশংসনীয়।
কোচ ওয়ালী ফয়সল জানান, নারায়ণগঞ্জের একটি দল বিসিএলে অংশ নিচ্ছে-এটি বড় অর্জন। আমা ভালো খেলা উপহার দেব। তিনি বলেন, এখান থেকে ভবিষ্যতে ৫-৬ জন জাতীয় দলের খেলোয়াড় উঠে আসবে বলে আশা করছি।
দলবদল ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ, সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, সাবেক খেলোয়াড় ক্লাবের কর্মকর্তা সোলায়মান সরকার, সাইদুর রহমান, আতাউর রহমান, আনিসুর রহমান জুয়েল, নাদিম হাসান মিঠু, রাকিবুল হাসান রাকিব, শফিউদ্দিন বিটু, মাহমুদুল হক শাহীন, অখিল কর্মকার, আওলাদ হোসেন, মজিবুল হক, সুজনসহ ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
শুকতারা যারা যোগ দিলেন তারা হলেন- চিটাগাং আবাহনীর নাঈম, ফয়সাল, রুবেল, শাহজাহান ও জাহিদ, বাংলাদেশ পুলিশের সাব্বির, উত্তরা ক্লাবের নুরুজ্জামান ও রাজিব, বাড়িধারা ক্লাবের সৈকত ও আরিফ, ব্রাদাস ইউনিয়নের মুন্নু, আরামবাগ ক্লাবের আশিক ও আরামবাগ, ঢাকা রেঞ্জাসের্র নকিব, আসিফ ও হাবিব, ফকিরাপুল রবিন, ফরাশগঞ্জ ক্লাবের ঝন্টু ও সুজন, লিটেল ফেন্ডস ক্লাবের হাসান ও আমিনুল, রাজিব, ঢাকা ওয়ানডার্সের শাহীন, বিআরটিসি নয়ন, আরিফ, রাব্বি, ঝিকন, পিডব্লিউডি জুলফিকার, জাহিদ, রহমতগঞ্জ নাদিম।
৫০ বছরের বেশি সময় ধরে এই ক্লাব থেকে হাজারের বেশি খেলোয়াড় জাতীয় দলসহ মোহামেডান, আবাহীন, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদ, আজাদ স্পোর্টিং ক্লাবসহ দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে খেলেছেন।



