Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে অভিযানে কারাদণ্ড ও জরিমানা

Icon

হাটহাজারী (চট্টগ্রাম)প্রতিনিধি :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

হাটহাজারীতে অভিযানে কারাদণ্ড ও জরিমানা

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও চার দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইট ও মদনহাট বাজারে এ মোবাইল কোর্ট চালানো হয়।

জানা যায়, রবিবার দুপুরে উল্লেখিত স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি বিনষ্ট ও গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আনন্দ মনি ঋষি (২৯), আবু বক্কর সিদ্দিক নয়ন(২৩) ও মো: দিদারুল আলম (৪৫) প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মেয়াদোর্ত্তীণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল মজুদ বিক্রি করার দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারা মেসার্স লাভলী ফার্মেসী মেসার্স খাজা ফার্মেসী,মেসার্স জনতা ফার্মেসী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স সানজিদা ট্রেডার্স চার দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন