Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ থানা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেল।

বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, যুবদল নেতা রবিউল হাসান, জসীমউদ্দিন প্রমুখ।

সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন ও আদর্শিক নেত্রী ছিলেন। তার জীবনে রাজনৈতিক প্রতিপক্ষকে কটুক্তি করেননি। তিনি জেল জুলুমের শিকার হয়েছেন। তিনি দেশের ক্রান্তিলগ্নে স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ মানুষের কল্যাণে কাজ করেছেন। আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ না করার কারণে সন্তানহারা হয়েছেন। তার জনপ্রিয়তার কারনেই মৃত্যুর পর তিনি সারা বিশ্বব্যাপী তাকে শোক প্রস্তাবের মাধ্যমে সম্মানিত করেছেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন