Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

Icon

বগুড়া প্রতিনিধি :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি, ব্যবসায়ীকে জরিমানা

ছবি : সংগৃহীত

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জব্দ করা ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়।

রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ফাপর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া এলাকায় মোজাম্মেল মিয়া নামের এক ব্যক্তির গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যবসায়ী রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

অভিযানকালে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। খেজুরের রসের সঙ্গে প্রচুর পরিমাণে চিনি মেশানো হচ্ছে এবং গুড়ের রঙ উজ্জ্বল করতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে। এসবের প্রমাণ হাতেনাতে পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্যপণ্য তৈরির দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিনি ও কেমিক্যাল মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে তিনি মুচলেকা দেন।

অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের প্রতিনিধি আব্দুল কাদের, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন