Logo
Logo
×

সারাদেশ

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন

Icon

কক্সবাজার প্রতিনিধি :

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ কক্সবাজার এর বিচারিক হাকিম মো. আবু হানিফের আদালত এ রায় দেন বলে জানান, পাবলিক প্রসিকিউটর ( পিপি ) মো. তওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত আসামি জয়নাল আবেদীন (৪০) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের শাহরিয়ার পাড়ার মৃত আবু তালেবের ছেলে।

ভূক্তভোগী নারী একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার বাসিন্দা।

মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তওহীদুল আনোয়ার বলেন, বিগত ২০১৭ সালের ১৬ জুন সন্ধ্যায় রমজানের তারাবী নামাজ আদায়ের জন্য ভূক্তভোগী নারীর পরিবারের পুরুষ সদস্যরা স্থানীয় মসজিদে যান। এসময় ওই নারী বসত ঘরে একা অবস্থান করছিলেন। এতে জয়নাল আবেদীন ও তার এক সহযোগী মিলে বাড়ীতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে। পরে ওই নারী চকরিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ নথিভূক্ত করেনি। এরপর ভূক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এজাহার দায়ের করে। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন। আদালত বিগত ২০১৮ সালের ৮ এপ্রিল অভিযোগ আমলে নিয়ে নথিভূক্ত করেন। পরবর্তীতে আদালত বিগত ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর দুই আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার রায় ঘোষণার জন্য আদালত দিন ধার্য করেন। এতে বিচারক আসামি জয়নাল আবেদীনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং ২ লাখ টাকা জরিমানা আদায়ের আদেশ দেন। জরিমানা অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে। এছাড়া অপর আসামী ছমি উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় বেকসুর খালাস প্রদান করেছেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তওহীদুল আনোয়ার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন