হাটহাজারীতে ছুরিকাঘাতে মাইক্রোবাস চালক নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহবুব আলম (৩৬) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। পাশাপাশি তিনি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবেও কাজ করতেন।
রবিবার ভোররাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত ওই এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথেই মাহবুবের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে মাহবুব আলম নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের কলাতলী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে অন্তত ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।



